অস্তিত্ব
- ভাস্কর পাল

শেয়ার করুন

অস্তিত্ব

 

অস্তিত্ব মম আজ বড্ডো ক্ষীণ

নাহি মোর চিহ্ন রক্ত মোর লীন।

বারে বারে হই নত তব দ্বোরে-

প্রত্যাশিত মনে আঘাতের চিহ্ন রচি

তব পানে চাতকের মতো চাহিয়া

আশ্রয় মম খুঁজি।।

 

শেষ চিহ্নের অক্ষর ধ্বনি

ক্ষয়ে ক্ষয়ে যায় সময়ের তরে

অমৃত মায়ায় বদ্ধ স্তম্ভ

গলিত লাভার ন্যায় ঝরে পরে।

 

মায়ার স্তর আবরণ বাঁধে

প্রলেপের ন্যায় অন্তরিত

বাঁধন ভাঙিয়া মুক্ত হওয়া

মৃত অস্তিত্বের তুল্য সম।

 

মম বক্ষ তল পাতিয়া লইয়া

আঘাত লুকাই কষ্ট ভুলিয়া

মম ছোঁয়ায় লতা গুল্ম

ক্ষত যেন হয় নাহি।

 

সবুজের ন্যায় মলিন হৃদয়

শুভ্র শান্ত ভ্রান্ত বেদনায়

গড়ে ওঠা মুহূর্ত সব

প্রাচীর গড়ে অশ্রু ধারায়।

 

কঠোর হতে কঠিনও তর

স্বপ্ন বুনছে ঝাঁপসা আঁধারও

প্রাচীরের ইট বাসোনা গুলারে

প্রলেপতি করে সময়ের তরে।

 

অস্তিত্ব মম আজ বড্ডো ক্ষীণ

নাহি মোর চিহ্ন রক্ত মোর লীন।

খুঁজিয়া নাহি পাই আশ্রয় মম

বেদনার ঢেউ খেলে সারাদিন-

মম মৃত শরীর লইয়া কেবল স্তম্ভ হয়ে

অস্তিত্ব খুঁজি ভালোবাসার তরে।।


শেয়ার করুন

মন্তব্য করুন