Kamini Roy Poems ~ কামিনী রায় কবিতা

কামিনী রায় জীবনী, এবং কামিনী রায় বিখ্যাত জনপ্রিয় কবিতা গুলো নিচে দেওয়া হলো। Kamini Roy short biography with Kamini Roy poems are given below.

Kamini roy bengali poems

কামিনী রায় (Kamini Roy) ১২ই অক্টোবর, ১৮৬৪ সালে বাংলাদেশের অন্তর্গত বাকেরগঞ্জের শহরে, বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন।

তাঁর মৃত্যু হয় ২৭ই সেপ্টেম্বর, ১৯৩৩ সালে হাজারীবাগে।

কামিনী রায়ের ছদ্মনাম ছিল জৈনিক বঙ্গমহিলা।

ব্রিটিশ আমলে তিঁনি ভারতের প্রথম মহিলা স্মাতক ডিগ্রিধারী একজন বিশেষ ব্যক্তি।

তিঁনি ছিলেন খুব বিখ্যাত ও খ্যাতিমান বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা। তাঁর প্রথম কাব্যগ্রন্থটির নাম আলো ও ছায়া। তাঁর লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে আলো ও ছায়া(১৮৮৯), মাল্য ও নির্মাল্য (১৯১৩) এবং দীপ ও ধূপ (১৯২৯) প্রভৃতি।

এছাড়াও অমিত্রাক্ষর ছন্দে রচিত তাঁর দুটি প্রসিদ্ধ দীর্ঘ কবিতা রয়েছে মহাশ্বেতা ও পুন্ডরিকতা।

বাংলা সাহিত্য জগতে কামিনী রায়ের অবদানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিঁনি জগত্তারিণী স্বর্ণপদক(১৯২৯) পুরস্কার লাভ করেন।

তিঁনি ১৯৩০ সালে বঙ্গীয় লটারির কনফারেন্সে সভাপতি হিসাবে নির্বাচিত হন। ১৯৩২-৩৩ সাল পর্যন্ত বঙ্গীয় সাহিত্য পরিষদেরও সহ-সভাপতি ছিলেন কামিনী রায়।

কবিতা

Title

কামিনী রায় -এর কবিতা সমূহ (Kamini Roy Poems)

চাহিবে না ফিরে? ~ কামিনী রায় (Kamini Roy)

কবি কামিনী রায় (Kamini Roy) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) চাহিবে না ফিরে?

পথে দেখে ঘৃণাভরে          কত কেহ গেল সরে
উপহাস করি’ কেহ যায় পায়ে ঠেলে ;
কেহ বা নিকটে আসি,          বরষি সান্ত্বনারাশি
ব্যথিতেরে ব্যথা দিয়ে যায় শেষে ফেলে ।
পতিত মানব তরে       নাহি কি গো এ সংসারে
একটি ব্যথিত প্রাণ, দুটি অশ্রুধার ?
পথে পড়ে, অসহায়              পদতলে দলে যায়
দু’খানি স্নেহের কর নাহি বাড়াবার ?
সত্য, দোষে আপনার          চরণ স্খলিত তার ;
তাই তোমাদের পদ উঠিবে ও শিরে ?
তাই তার আর্তরবে          সকলে বধির হবে ।
যে যাহার চলে যাবে—চাহিবে না ফিরে ?
বর্তিকা লইয়া হাতে          চলেছিল এক সাথে
পথে নিভে গেল আলো পড়িয়াছে তাই ;
তোমরা কি দয়া করে          তুলিবে না হাত ধরে
অর্ধদণ্ড তার লাগি থামিবে না ভাই ?
তোমাদের বাতি দিয়া          প্রদীপ জ্বালিয়া নিয়া
তোমাদের হাত ধরি হোক অগ্রসর ;
পঙ্কমাঝে অন্ধকারে          ফেলে যদি দাও তারে,
আঁধার রজনী তার রবে নিরন্তর ।

চাহিবে না ফিরে? কবিতাটি ছাড়াও কবি কামিনী রায় (Kamini Roy) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এখানে ক্লিক করুন।

স্মৃতিচিহ্ন ~ কামিনী রায় (Kamini Roy)

কবি কামিনী রায় (Kamini Roy) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) স্মৃতিচিহ্ন

ওরা ভেবেছিল মনে আপনার নাম
মনোহর হর্ম্মরূপে বিশাল অক্ষরে
ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে
রেখে যাবে ! মূঢ় ওরা, ব্যর্থ মনস্কাম।
প্রস্তর খসিয়াছে ভূমে প্রস্তরের পরে,
চারিদিকে ভগ্নস্তূপ, তাহাদের তলে
লুপ্ত স্মৃতি ; শুষ্ক তৃণ কাল-নদী-জলে
ভেসে যায় নামগুলি, কেবা রক্ষা করে!
মানব হৃদয় ভুমি করি অধিকার,
করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন,
দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল
প্রস্তরের এত বোঝা জড় করিবার ;
তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন
কাল স্রোতে ধৌত নাম নিত্যসমুজ্জ্বল।

স্মৃতিচিহ্ন কবিতাটি ছাড়াও কবি কামিনী রায় (Kamini Roy) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এখানে ক্লিক করুন।

পাছে লোকে কিছু বলে ~ কামিনী রায় (Kamini Roy)

কবি কামিনী রায় (Kamini Roy) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) পাছে লোকে কিছু বলে

করিতে পারি না কাজ
সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে,-
পাছে লোকে কিছু বলে।

আড়ালে আড়ালে থাকি
নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে
পাছে লোকে কিছু বলে।

হৃদয়ে বুদবুদ মত
উঠে চিন্তা শুভ্র কত,
মিশে যায় হৃদয়ের তলে,
পাছে লোকে কিছু বলে।

কাঁদে প্রাণ যবে আঁখি
সযতনে শুকায়ে রাখি;-
নিরমল নয়নের জলে,
পাছে লোকে কিছু বলে।

একটি স্নেহের কথা
প্রশমিতে পারে ব্যথা,-
চলে যাই উপেক্ষার ছলে,
পাছে লোকে কিছু বলে।

মহৎ উদ্দেশ্য যবে,
এক সাথে মিলে সবে,
পারি না মিলিতে সেই দলে,
পাছে লোকে কিছু বলে।

বিধাতা দেছেন প্রাণ
থাকি সদা ম্রিয়মাণ;
শক্তি মরে ভীতির কবলে,
পাছে লোকে কিছু বলে।

পাছে লোকে কিছু বলে কবিতাটি ছাড়াও কবি কামিনী রায় (Kamini Roy) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এখানে ক্লিক করুন।

এরা যদি জানে ~ কামিনী রায় (Kamini Roy)

কবি কামিনী রায় (Kamini Roy) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) এরা যদি জানে

এদেরও তো গড়েছেন নিজে ভগবান্ ,
নবরূপে দিয়েছেন চেতনা ও প্রাণ ;
সুখে দুঃখে হাঁসে কাঁদে স্নেহে প্রেমে গৃহ বাঁধে
বিধে শল্যসম হৃদে ঘৃণা অপমান,
জীবন্ত মানুষ এরা মায়ের সন্তান।।

এরা যদি আপনারে শেখে সম্মানিতে,
এরা দেশ-ভক্ত রূপে জন্মভূমি-হিতে
মরণে মানিবে ধর্ম বাক্য নহে — দিবে কর্ম ;
আলস্য বিলাস আজো ইহাদের চিতে
পারেনি বাঁধিতে বাসা, পথ ভুলাইতে ।।

এরা হতে পারে দ্বিজ—যদি এরা জানে,
এরা কি সভয় সরি’ রহে ব্যবধানে ?
এরা হতে পারে ,বীর, এরা দিতে পারে শির,
জননীর, ভগিনীর, পত্নীর সম্মানে,
ভবিষ্যের মঙ্গলের স্বপনে ও ধ্যানে ।
এরা যদি জানে।।

উচ্চ কূলে জন্ম ব’লে কত দিন আর
ভাই বিপ্র রবে তব এই অহংকার ?
কৃতান্ত সে কুলীনের রাখে না তো মান,
তার কাছে দ্বিজ শূদ্র পারীয়া সমান ।
তার স্পর্শে যেই দিন পঞ্চভূতে দেহ লীন
বাহ্মণে চণ্ডালে রহে কত ব্যবধান ?

এরা যদি জানে কবিতাটি ছাড়াও কবি কামিনী রায় (Kamini Roy) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এখানে ক্লিক করুন।

কত ভালবাসি ~ কামিনী রায় (Kamini Roy)

কবি কামিনী রায় (Kamini Roy) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) কত ভালবাসি

জড়ায়ে মায়ের গলা শিশু কহে আসি,-
“মা, তোমারে কত ভালোবাসি!”
“কত ভালবাস ধন?” জননী শুধায়।
“এ-ত।” বলি দুই হাত প্রসারি’ দেখায়।

“তুমি মা আমারে ভালবাস কতখানি?”
মা বলেন “মাপ তার আমি নাহি জানি।”
“তবু কতখানি, বল।”

“যতখানি ধরে
তোমার মায়ের বুকে।”
“নহে তার পরে?”

“তার বাড়া ভালবাসা পারি না বাসিতে।”
“আমি পারি।” বলে শিশু হাসিতে হাসিতে!

কত ভালবাসি কবিতাটি ছাড়াও কবি কামিনী রায় (Kamini Roy) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এখানে ক্লিক করুন।