গোপনীয়তা নীতি

প্রিয় পাঠকবৃন্দ বাংলা শিক্ষা ডট কম ব্লগের গোপনীয়তা নীতি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানা অবশ্যই প্রয়োজন। এই ব্লগে কি ধরনের লেখা পোস্ট করা হয় এবং এর থেকে আপনারা কি সুবিধা পাবেন, গোপনীয়তা নীতি এই বিষয়ে আপনাদের পুরোপুরি বোঝাতে আশা করছি সক্ষম হবে। যদি আপনারা banglashikha.com ওয়েবসাইট ব্যবহার অথবা এখানে সক্রিয় থাকতে চান, তবে আমাদের গোপনীয়তা নীতি আপনাদের অবশ্যই মেনে চলতে হবে। যদি কেউ এই নীতির অপব্যবহার করেন তবে তাকে, বহিষ্কার অথবা ব্লক করার পূর্ণ স্বাধীনতা আমাদের রয়েছে।

আমাদের ওয়েবসাইটে কি ধরনের লেখা প্রকাশ করা হয়

বাংলা শিক্ষা ডট কম মূলত একটি কবিতা প্রকাশের প্লাটফর্ম। এখানে খ্যাতিমান কবিদের জনপ্রিয় কবিতা ও PDF বই প্রকাশ করা হয়। আমাদের মূল উদ্দেশ্য নতুন লেখক এবং লেখিকাদের লেখা প্রকাশের একটা মাধ্যম তৈরী করা।

বাংলা শিক্ষা ডট কম আপনাদের জন্য কি করতে সক্ষম

ক) আমাদের প্রতিটি পোস্ট খুবই যত্নসহকারে করা হয়। আপনারা এই পোস্টগুলি সম্পর্কে মন্তব্য করতে পারেন। আপনাদের এই সহযোগিতা ভবিষ্যতে আমাদের আরো উৎসাহিত করবে।

খ) আপনাদের যদি কিছু অপব্যবহার বা ভুল নজরে পড়ে তবে যোগাযোগ অংশে অবশ্যই জানান। আমরা সেই কর্মের পুরোপুরি বিচার করবে।

আমাদের ওয়েবসাইট কিভাবে ব্যবহার করবেন

ক) এখানে কোনো পোস্টে অশালীন মন্তব্য করা জঘন্য অপরাধ। অর্থাৎ কোনো প্রকার বাজে মন্তব্য করবেন না।

খ) যে ধরনের পোস্ট সেই ধরনের মন্তব্য করতে হবে। আপনার অনুভূতি জানতে পারবেন।

গ) আমাদের সম্পর্কে আপনাদের কোনো অভিযোগ থাকলে যোগাযোগ অংশে জানাতে হবে কিন্তু কোনো পাঠকের সঙ্গে অশালীন ব্যবহার করা যাবেনা।

থার্ডপার্টি লিংক

আপনারা বাংলা শিক্ষা ডট কম অনুমতি ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটের লিংক এই ওয়েবসাইটে শেয়ার করতে পারবেন না। একান্ত প্রয়োজনীয় বিষয়ে আলোকপাত করার জন্য থার্ডপার্টি লিংক ব্যবহার করা যেতে পারে।

বিজ্ঞাপন প্রসঙ্গে

আমাদের ব্লগে আপনারা কিছু বিজ্ঞাপন লক্ষ্য করে থাকবেন এগুলি বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন ডিসপ্লে, মেচডকনটেন্ট, স্টিকি প্রভৃতি। এই বিজ্ঞাপন গুলি Google কম্পানি দ্বারা নিয়ন্ত্রিত। যদি কোনো বিজ্ঞাপনে আপনাদের অসুবিধা থাকে তবে বিজ্ঞাপনটির (i) বটনে ক্লিক করে সেটি দেখানো বন্ধ করতে পারবেন।

অ্যানালিটিক্স প্রসঙ্গে

BanglaShikha.com তার ব্যবহারকারীদের অ্যানালিটিক্স ডেটা সংরক্ষণ করার পূর্ণ স্বাধীনতা রাখে। ওয়েবসাইটের প্রতিটি পোস্ট , কমেন্ট ও বিজ্ঞাপনে ইনভেলিড অ্যক্টিভিটি থেকে ব্যবহারকারীদের বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে নতুবা আপনাকে যে কোনো মুহূর্তে ব্লক করা হবে এবং যথাপোযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গোপনীয়তা নীতি পরিবর্তন

এই ওয়েবসাইটের গোপনীয়তা নীতি যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে। যখন নতুন নীতিমালা যোগ করা হবে তখন ওয়েবসাইটে পোস্টের মাধ্যমে ব্যবহারকারী সদস্যদের জানিয়ে দেওয়া হবে। যদি কোনো কারণে গোপনীয়তা নীতি পরিবর্তনের নোটিশ না দেওয়া হয় তবে ওয়েবসাইটের নীচে দেওয়া ‘গোপনীয়তা নীতি‘ অংশে এসে দেখে নিতে হবে।

শর্তাবলী

BanglaShikha.com আশা রাখে আপনারা এই সকল গোপনীয়তা নীতি মেনে  banglashikha.com  ওয়েবসাইট ব্যবহার করবেন।

সর্বস্বত্ব সংরক্ষিত

আমাদের (BanglaShikha.com) পূর্ণ স্বাধীনতা রয়েছে এই ব্লগে প্রকাশিত যেকোনো পোস্ট ও মন্তব্য সমূহ সংরক্ষণ করার ও প্রয়জনে তা ব্লক, ডিলিট‌ ও স্পার্ম করার। আশা রাখছি আপনারা এই গোপনীয়তা নীতির অপব্যবহার বা অবমাননা করবেন না।

যোগাযোগ

যদি আপনাদের এই গোপনীয়তা নীতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তবে ইমেইল করুন  banglashikha4you@gmail.com