Joy Goswami Poems ~ জয় গোস্বামী কবিতা

Ekti Besti Sondda (একটি বৃষ্টির সন্ধ্যা) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) একটি বৃষ্টির সন্ধ্যা (Ekti Besti Sondda)

চোখ, চলে গিয়েছিল, অন্যের প্রেমিকা, তার পায়ে।
যখন, অসাবধানে, সামান্যই উঠে গেছে শাড়ি—
বাইরে নেমেছে বৃষ্টি। লন্ঠন নামানো আছে টেবিলের নীচে, অন্ধকারে
মাঝে মাঝে ভেসে উঠেছে লুকোনো পায়ের ফর্সা আভা…

অন্যায় চোখের নয়। না তাকিয়ে তার কোনো উপায় ছিল না।
সত্যিই ছিল না? কেন?—হুহু করে বৃষ্টিছাট ঢুকে আসে ঘরে
সত্যিই ছিল না? কেন?—কাঁটাতারে ঝাঁপায় ফুলগাছ
সত্যিই ছিল না? কেন?—অনধিকারীর সামনে থেকে

সমস্ত লুকিয়ে নেয় নকশা-কাটা লেসের ঝালর…
এখন থেমেছে বৃষ্টি। এখন এ-ঘর থেকে উঠে গেছে সেও।
শুধু, ফিরে আসছে হাওয়া। শুধু, এক অক্ষমের চোখের মতন
মাঝে মাঝে কেঁপে উঠছে টেবিলের তলার লন্ঠন।

একটি বৃষ্টির সন্ধ্যা (Ekti Besti Sondda) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Soja Khotha (সোজা কথা) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) সোজা কথা (Soja Khotha)

গুলি লেগে পড়ে গেল
তুলে ধরতে যাচ্ছে তার বউ
বন্দুক উঁচিয়ে ধরো
বলো— ‘না, তুলবি না—’
বলো— ‘যা সরে যা বলছি—’ তাও
যদি না শোনে তাহলে
স্বামীর সাহায্যকারী হাতদুটোয়
সোজা গুলি করো । যে-নারী ধর্ষণ করতে বাধা দিচ্ছে তার
যৌনাঙ্গে লাঠির মাথা সোজা ভরে দাও
যন্ত্রণায় সে যখন দয়া চায়, গালাগালি করে
তার সামনে তার শিশুটিকে দু’পা ধরে
দুই দিকে টানো, টানো,
যতক্ষণ না সোজাসুজি ছিঁড়ে যাচ্ছে টানো!
একে বলে সোজা কথা
এরই নাম ক্ষমতা দেখানো!

সোজা কথা (Soja Khotha) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Brishti Bheja Bangla Bhasha (বৃষ্টি ভেজা বাংলা ভাষা) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) বৃষ্টি ভেজা বাংলা ভাষা (Brishti Bheja Bangla Bhasha)

কে মেয়েটি হঠাৎ প্রণাম করতে এলে?

মাথার ওপর হাত রাখিনি
তোমার চেয়েও সসংকোচে এগিয়ে গেছি
তোমায় ফেলে
ময়লা চটি, ঘামের গন্ধ নোংরা গায়ে,
হলভরা লোক, সবাই দেখছে তার মধ্যেও
হাত রেখেছ আমার পায়ে

আজকে আমি বাড়ি ফিরেও স্নান করিনি
স্পর্শটুকু রাখব বলে
তোমার হাতের মুঠোয় ভরা পুস্করিণী
পরিবর্তে কী দেব আর? আমার শুধু
দু’ চার পাতা লিখতে আসা

সর্বনাশের এপার ওপার দেখা যায় না
কিন্তু আমি দেখতে পেলাম, রাঙা আলোয়
দাঁড়িয়ে আছে সে-ছন্দ, সে-কীর্তিনাশা ।
অচেনা ওই মেয়ের চোখে যে পাঠাল
দু’-এক পলক বৃষ্টিভেজা বাংলা ভাষা ।

বৃষ্টি ভেজা বাংলা ভাষা (Brishti Bheja Bangla Bhasha) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Tomake Joler Moto (তোমাকে জলের মতো) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) তোমাকে জলের মতো (Tomake Joler Moto)

আমি অযোগ্য তোমার
সম্পূর্ণই অযোগ্য তোমার

পৃথিবীতে কোনও কাজে কারও যোগ্য নই

তোমার সন্দেহ হত নিশ্চয়ই,তা সত্ত্বেও সৌজন্যবশেই
বলোনি আমাকে কোনওদিন

আজকে একজন এসে সপ্তাহে  দু'দিন তিনদিন
তোমাকে জলের মতো বুঝিয়ে দিতে পারলেন সব

তাই তুমি ছেড়ে গেলে,যাও–জানলে না
এখনও তোমার জন্য কেঁপে কেঁপে ওঠে
আমার জীবন্ত এই শব।

তোমাকে জলের মতো (Tomake Joler Moto) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Somudro To Buro Hoyech (সমুদ্র তো বুড়ো হয়েছেন) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) সমুদ্র তো বুড়ো হয়েছেন (So Buro Hoyech)

সমুদ্র তো বুড়ো হয়েছেন
পিঠের ওপরে কতো ভারী দ্বীপ ও পাহাড়

অভিযাত্রী, তোমার নৌকাই
খেলনার প্রায়

সংকোচ কোরো না তুমি, ওইটুকু ভার
অনায়াসে সমুদ্রকে দিয়ে দেওয়া যায়!

সমুদ্র তো বুড়ো হয়েছেন (So Buro Hoyech) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Chai (ছাই) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) ছাই (Chai)

এত দূরে চলে গেলে এতই সহজে?

মাত্র একদিন লাগল।

ছেড়ে যাওয়া মুখের কথা কি?

এমনকী, তোমারও কাছে তা-ই?

যার কাছে একদিন আসতে,যার সঙ্গে কথা বলতে
এখন সে তোমার ফেলে যাওয়া
একমুঠো ছাই…

ছাই (Chai) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Khonosthayi (ক্ষণস্থায়ী) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) ক্ষণস্থায়ী (Khonosthayi)

তোমার হাসির শুভ্র রঙের বাতাসে
নিজেই তো আলো হয়ে উঠেছে একজন

সে বোঝেনি ওই রং এত ক্ষণস্থায়ী হতে পারে

আলো হতে পারে এত
দ্রুত অস্তগামী

পরাজয়,পতন ও অনিশ্চয়তার
হাতে ধরা পড়ে সেইজন
চেয়ে আছে সম্পর্কের ভাঙন-নিশীথে

যে-সম্পর্ক ফিরে আসবে না
কোনও বর্ষা,কোনও গ্রীষ্ম,শীতে…

ক্ষণস্থায়ী (Khonosthayi) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Daha (দাহ) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) দাহ (Daha)

শরীর তো আছে।কিন্তু শরীরের মধ্যে আর অস্থিগুলি নেই।

নরম উলের বল গড়িয়ে চলেছি

পা দিয়ে যে দিকে মারবে,সেদিকেই যাব

অগ্নিকুন্ডে গিয়ে পড়লে হতভম্ব বসে থাকব।বলব না : জ্বলেছি।

দাহ (Daha) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Soper Tlay (স্তুপের তলায় রাখো ঘাসলতাপাতা) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) স্তুপের তলায় রাখো ঘাসলতাপাতা (Soper Tlay)

স্তুপের তলায় রাখো ঘাসলতাপাতা
এনেছি বলির পশু, ছাগ

সে ভুলে গিয়েছে তার গত শিরচ্ছেদ
অথচ গলায় তার

এখনো মালার মতো দাগ ।

কাব্যগ্রন্থ- সূর্য পোড়া ছাই

স্তুপের তলায় রাখো ঘাসলতাপাতা (Soper Tlay) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Somodey (সমুদ্রে পা ডুবিয়ে ছপছপ) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) সমুদ্রে পা ডুবিয়ে ছপছপ (Somodey)

সমুদ্রে পা ডুবিয়ে ছপছপ
যে-ধীবর হাঁটে

মাথার টোকাটি উল্টে ধ’রে
যে পায় টুপটাপ উল্কা। চাঁদ

সমুদ্রের ছাদ ফুটো ক’রে
একটি ঊষায় তার মাথাটি আগুন লেগে ফাটে

তোমার ধৈর্য্যের ভাঙে বাঁধ

আবার শতাব্দীকাল পরে
রক্ত চলতে শুরু করে আমার ডানার শক্ত কাঠে…

কাব্যগ্রন্থ- সূর্য পোড়া ছাই

সমুদ্রে পা ডুবিয়ে ছপছপ (Somodey) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।