নিয়মাবলী

এই ওয়েবসাইটে (বাংলা শিক্ষা ডট কম) রেজিস্ট্রেশন ও মন্তব্য করলে ধরে নেওয়া হবে আপনি নিয়মাবলী পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন।

  • এই ওয়েবসাইটে (বাংলা শিক্ষা ডট কম) যে কেউ লিখতে পারেন । লেখা জমা দেওয়ার জন্য বাংলা শিক্ষা ডট কম-এ “রেজিস্ট্রেশন” করতে হবে । আমাদের সদস্য হতে হবে।
  • সদস্য হিসাবে আপনি সরাসরি আমাদের ওয়েবসাইটে আপনার লেখা কবিতা, আবৃত্তি, গল্প , জোকস কিংবা কবি ও কবিতা বিষয়ক আলোচনা প্রকাশ করতে পারবেন।
  • লগইন নাম হিসাবে নিজের সম্পূর্ণ নাম দেবেন । ছদ্মনাম ব্যবহার করতে পারেন তবে ছদ্মনাম অর্থবহ ও পরিমার্জিত হতে হবে ।
  • প্রোফাইল পিকচারে কোন ধরণের অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি দেয়া যাবে না ।
  • অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক অথবা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোন শব্দ বা বাক্য ব্যবহার করা যাবে না।
  • সকল পোস্টের ভাষা অবশ্যই বাংলা হতে হবে ।
  • নিজের লেখা নয় এরকম বা অন্য কবির লেখা হুবহু বা আংশিক কপি পেস্ট করে নিজের নামে পোস্ট করা যাবে না।
  • প্রকাশিত (ফেসবুক, অন্যান্য ব্লগে), অপ্রকাশিত সব রকম লেখাই দিতে পারেন ।
  • নিজের লেখাই দেবেন । লেখার বিষয়বস্তু বা শব্দসংখ্যা যা খুশি হতে পারে, তবে আপনার লেখা অহেতুক বড় না হয় সে দিকেও খেয়াল রাখতে হবে ।
  • কবিতা, ছড়া কবিতা, ছোটগল্প, অণুগল্প, ভৌতিক গল্প, ভ্রমণ কাহিনী, শরীর স্বাস্থ্য প্রভৃতি সমস্ত রকমের আধুনিক লেখা পাঠাতে পারবেন ।
  • কম্পিউটার থেকে বাংলা লেখার জন্য “অভ্র কী-বোর্ড” , “গুগল ট্রান্সলেট” এবং অ্যানড্রয়েডচালিত মোবাইল কিংবা ট্যাবলেটে বাংলা লেখার জন্য ব্যবহার করতে পারেন “রিদমিক কী-বোর্ড“।
  • বৈশিষ্ট্যযুক্ত চিত্রতে ফটো আপলোড করতে…(pixabay.com , www.canva.com এই সাইটের সাহায্য নিতে পারেন)
  • ধর্মকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে লেখা প্রকাশ করা যাবে না ।
  • পর্ণোগ্রাফি কিংবা যৌন-বিষয়ক যে কোন লেখা প্রকাশ করা যাবে না ।
  • কোন ধরনের লিংক প্রকাশ করা চলবে না ।
  • আপনার লেখার কপি রেখে তবেই আমাদের সাইটে আপনার লেখা প্রকাশ করুন…। লেখা সঞ্চিত থাকবার কোনো নিশ্চয়তা নেই ।
  • লেখার দায় ও স্বত্ব সবসময় লেখকের ।
  • কপিরাইট লঙ্ঘন করে কোনও লেখা পাঠাবেন না । কোনও লেখার কপিরাইট সংক্রান্ত দায়িত্ব বাংলা শিক্ষা ডট কম কর্তৃপক্ষ নেবে না ।
  • আপনার লেখা প্রকাশিত হলে তার লিংক ইন্টারনেটে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ।
  • মন্তব্যের আইনগত দায়দায়িত্ব বাংলা শিক্ষা ডট কম বহন করে না।
  • মন্তব্যে ফোন নম্বর/ফেইসবুক আইডি ইত্যাদির জন্য অনুরোধ করা যাবে না।
  • কোন ধরণের কলহে লিপ্ত হওয়া যাবে না। যদি কোন পোস্টে এ ধরণের অ্যাক্টিভিটি দেখা যায় তবে তা সাথে সাথে মুছে দেয়া হবে।
  • কোন পোস্ট বা কমেন্ট স্প্যামিং এর সমস্যার কারণ হলে তৎক্ষণাৎ মুছে ফেলা হবে ।
  • দুই বা ততোধিক সদস্যের মধ্যে সৃষ্ট অনাকঙ্খিত ঘটনার দায় দায়িত্ব বাংলা শিক্ষা ডট কম এর নয় ।
  • এক বা একাধিক নিয়মাবলী ভঙ্গের জন্য বাংলা শিক্ষা ডট কম কর্তৃপক্ষ প্রতিকারস্বরুপ নিচের যেকোনো ব্যবস্থা গ্রহণ করবে-
    ক) আপনার পোস্ট/ মন্তব্য মুছে ফেলা ।
    খ) ভেরিফাইড/ব্যাজ তুলে নেয়া ।
    গ) সাময়িকভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া ।
    ঘ) পুরোপুরিভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া ।
  • বাংলা শিক্ষা ডট কম-এ প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর…।
  • বিঃদ্রঃ কেউ বাংলা শিক্ষা ডট কম-এ একের অধিক অ্যাকাউন্ট খুলবেন না । কারণ, বাংলা শিক্ষা ডট কম কর্তৃপক্ষ এটা সমর্থন করে না ।
  • দুঃখের সাথে জানাচ্ছি লেখার জন্য কোনও অর্থ বা সার্টিফিকেট আপাতত আমরা দিতে অক্ষম ।
  • নিয়মাবলী পরিবর্তনশীল ।
  • যে কোন সমস্যায় অ্যাডমিনকে ই-মেইল করতে পারেন । ই-মেইল আইডি : banglashikha4you@gmail.com