আজবপুরের ছয় বন্ধু ~সুনির্মল বসু
-

শেয়ার করুন

শিশুসাহিত্যিক  সুনির্মল বসুর -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা আজবপুরের ছয় বন্ধু

অনেকদূরে আজবপুরে ছয় বন্ধুর বাস
মনের মিলে ছ'জন মিলে কাটায় বারোমাস। 
মুখগুলি সব দেখতে মজার, দেখলে হাসি পায়, 
হাসলে পরে চটবে তারা, সন্দেহ নেই তায়। 
থ্যাবড়া,সরু,তিনকোণা ও চ্যাপটা গোলাকার, 
যেমনি ধরণ, তেমনি গড়ন, বড়ই মজাদার
কেউ বা হাসে,কেউ বা কাঁদে,কেউ বা করে রাগ, 
কেউ বা যেন খ্যাঁকশিয়ালী, কেউ বা কেঁদো বাঘ।
ছড়ায় দিলাম চিত্র তাদের, মূর্তি স্বাভাবিক, 
ঠাট্টা তাদের করলে পরে গাট্টা খাবে ঠিক।

শেয়ার করুন

মন্তব্য করুন