আমার আশা
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

আকাশ আমায় তুমি নেবে?
তোমার কাছে গেলে আমি দেখব
কেমন করে ঘুরছে এই পৃথিবীটা।

সূর্য আমায় তুমি নেবে?
তোমার কাছে গেলে আমি দেখব
কেমন করে আলো দিচ্ছ এই পৃথিবীটাকে।

শুকতারা আমায় তুমি নেবে?
তোমার কাছে গেলে আমি দেখব
কেমন করে মানুষেরা তোমায় দেখে-
তাদের ভুলে যাওয়া দিক পুনরায় সঠিক করে।

চাঁদ আমায় তুমি নেবে?
তোমার কাছে গেলে আমি দেখব
কেমন করে রাত ভরিয়ে রাখো তোমার স্নিগ্ধ আলো দিয়ে।

মেঘ আমায় তুমি নেবে?
তোমার কাছে গেলে আমি দেখব
কেমন করে মানুষেরা তোমায় চায় তাদের একটু স্বস্তির জন্য।

পাহাড় আমায় তুমি নেবে?
তোমার কাছে গেলে আমি দেখব
কেমন করে শুধু তোমায় দেখার জন্য মানুষের দল ছুটে আসে দেশ বিদেশ থেকে।

নদী আমায় তুমি নেবে?
তোমার কাছে গেলে আমি দেখব
কেমন করে মানুষেরা গড়ে তোলে তাদের নগর রাজধানী তোমারই দুই তীরে।

সাগর আমায় তুমি নেবে?
তোমার কাছে গেলে আমি দেখব
কেমন করে তুমি দখল করে আছ এ পৃথিবীর অনেকটা অংশ।

ঈশ্বর আমায় তুমি নেবে?
তোমার কাছে গেলে আমি দেখব
কেমন করে এ পৃথিবীর সকল মানুষ ডাকে তোমায় সারাজীবন ধরে।
কেমন করে তুমি বাঁচাও তাদের সকল বিপদ আপদ থেকে।


শেয়ার করুন

মন্তব্য করুন