আমার প্রিয় বাবা
কৃষ্ণ কামাল
বাবা, তুমি আমার প্রথম শিক্ষকবাবা, তুমি আমার প্রথম বন্ধুবাবা, তুমি আমার প্রথম প্রেরণাবাবা, তুমি আমার প্রথম ভালোবাসা তুমি শিখিয়েছো হাসতে, কাঁদতে, গান গাইতেতুমি শিখিয়েছো ভালো থাকতে, ভালো করতে, ভালো লাগতেতুমি শিখিয়েছো সত্য বলতে, সত্য করতে, সত্য মেনে নেতেতুমি শিখিয়েছো ভালোবাসতে, ভালোবাসা দেখাতে, ভালোবাসা পেতে তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহারতুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্মানতুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদতুমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ তুমি আমার প্রতি করে যাও যত কিছুআমি তোমার প্রতি করতে পারি তার চেয়ে কমতুমি আমার কাছে দেয় যত কিছুআমি তোমার কাছে দিতে পারি তার চেয়ে কম আমি তোমাকে বলতে চাই একটা কথাআমি তোমাকে দেখাতে চাই একটা কথাআমি তোমাকে বুঝাতে চাই একটা কথাআমি তোমাকে ভালোবাসি, আমার প্রিয় বাবা ।।
