আজকের কবিতাটি কবি মনোরঞ্জন পুরকাইত -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা আমার মায়ের নাম।
মাতলা আমার মায়ের নাম পরম সুখের কোল আদর মাখায় সকাল সাঁঝে দোলনা দোদুল দোল।। ঢেউ থৈ থৈ জোয়ার ভাঁটায় রোদ জোছ্নার খেলা মিষ্টি দুপুর চরের বুকে শঙ্খচিলের মেলা। গল্প শোনায় সবুজ দেশের বোলায় মাথায় হাত তার সোহাগে যায় কেটে যায় আমার দিন ও রাত ।।