আমি কল্কি
- কৃষ্ণ কামাল

শেয়ার করুন

       আমি কল্কি

কৃষ্ণ কামাল

 

আর আমি থাকিবনা  চুপ

আনিবো তব সম্মুখে রনো ভয়ঙ্করী রূপ।

অপরাধ যখন চরম শিখরে

রইবো কেমনে শান্ত নিদ্রা ভান করে।

আসছি পাপী অধর্মের নিধনে

কল্কি রূপে ধারালো তরবারি সনে ।

ধর্মের নামে দালাল সকল অধর্মের

মৃত্যু তোমার কপালে লেখা তব কর্মের।

আমি তোমার তোরে হেথায় দাঁড়িয়ে

ধারালো অস্ত্র রক্তে গিয়েছে হারিয়ে।

কোনো পাপী কে রাখিবো না ভুবনে

গড়িব পূর্ণস্থান পাপীকে দেখিনা নয়নে।

দেখো আমার পিছনে তাকায়ে

শবদেহ পড়ে সকল মস্তক হারায়ে।

তোমার পরে লাখো পাপী ব্যাস্ত পলায়নে

তারাও রইবে তোমার মতো মৃত্যু শয়নে।

অপরাধী অত্যাচারে আমায় করেছে যারা স্মরণ

এই মহাযুদ্ধে আমার সহিত তারা মেলাবে চরণ।

আমিই সৃষ্টির সৃষ্টি এখন আরেক রূপ কল্কি

আমার এই মহাযুদ্ধে পাপীদের লেগেছে ভেল্কি।

পাপ যখন শিখর থেকে নতজানু আমার কাছে

কোনো পাপী রেহাই পাবেনা যেখানে লুকিয়ে আছে।

এখানে আমি অগ্নি ,আমি বায়ু , আমি জলরাশি

সাধু জনের রক্ষা কবজ পাপীদের গলায় ফাঁসি।

পাতাল ফুঁড়ি উঠিয়াছি একা আমি কল্কি মহাবীর

আমার চক্ষু আগুন জ্বলে জ্বালাবো সকল পাপীর নীড়।


শেয়ার করুন

মন্তব্য করুন