একটা হৃদয়কে ফুল দিয়ে সাজাতে
কোল খালি হয় অনেক তরুর।
চোখ থেকে এক ফোটা জল ঝরাতেও
ভাঙতে হয় পাষাণ বুক।
সান্ত্বনা আর ধৈর্যে
ভিতরের ক্ষুধার নিবৃত্তি ঘটে।
রক্ত কখনও বেরোয় না
যদি না বালির বাঁধে ঠুনকো আঘাত লাগে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৪জুন,২০২৩,রাত সাড়ে আটটা, বারুইপুর