- আমি আমার কবিত্ব কে যদি জিজ্ঞেস করি,,,,, এই যে কবি, তোমার কলমের খোঁচায় উত্তপ্ত বাক্য বিনিময় সাদা পাতায় লেখা,,,,,,,
যেনো লেগেছে এক খন্ডযুদ্ধ—– ঐ সাদা পাতায় সবই তো আঁকা
,,,,,,,, হে পথিক, তুমি যদি ক্লান্ত তবে, থেমেছো ঐ পথের একটি ধারে,,,,,,,,
কবি তো থামেনি আজও,, উত্তপ্ত তার ঐ বাক্য বিয়ের পাতায় বাক্য বিনিময়ে,,,,,,,,,
আমি যে কবি,,,,,,,সত্বা যে আমার কবিত্ব,,,,,,,,
একটা দুটো কথায় বাঁধা যা কিছু আমার আছে ব্যক্তিগত ,,,,,,
হায়রে আমার না বলা কথা,না বলা দুঃখ,, ফুটবে কি সদা সাদা পাতার আলিঙ্গনে,,,,,
নাকি লিখতে বসে লাইন আসেনা আমার মস্তিষ্কের বন্ধনে।।।।।
,,কে বলে সে ছন্দহীন? গতি তার প্রতি মুহূর্তে স্তিমিত,,,,,
নাকি তার কলমের খোঁচায় কলমের কালি আজ কালিমালিপ্ত !? ,,,,,
ভাবনা গুলো হারাচ্ছে হারাক, ব্যামো তার সর্ব অঙ্গে,,,,,,,
লাইন আসেনা সাদা পাতায়,,,,কালো নীল কালিতে লেখা কবিতা ,,,,তাতে কি আর সে থামবে????
@@