আজ বড় বেশি মনে পড়ে যায়
সে ছোট্ট কিশোর বেলা,
আঁকা বাঁকা পথে দূরন্ত কিশোর
ছিলাম মোরা গায়ের পাতায়।
জুটেছিল মোর অনেক বন্ধু
পাঠশালার কোঠায়,
সবে মিলে বিচারন করতাম
বিষখালির কিনারায়।
গায়ের ই বধুরা কলসী কাঁকে
নদী ঘাটে জল আনিতে যায়,
মোর বিষখালির ইলিশের সমহারও নেই
পদ্মা মেঘনায়।
সারাটি বেলা মাতিয়ে বেড়াতাম
মোরা এই যে সবুজ গায়,
ভাবি সাফ মোরে বলিতো হেসে
দুষ্ট দেবর আবার কোথায় যেন হানা দিতে যায়।
ঝাকে ঝাকে উড়ত পাখি
বিষখালির কিনারায়
ভাটিয়ালি গানে ছাড়তো বৈঠা,
পাল তুলে মাঝি মাল্লায়।
এইতো আমার জম্নভূমি
আমার মায়ের গায়,
ক্লান্ত পথিক যাব হেথায়
মনে বড় চায়
ফিরে যদি আসতো আবার কিশোর বেলা ।