ঘুমপাড়ানি ছড়া (ghumpāṛāni Chora )
- স্বপন বুড়ো ( Swapan Buro )

শেয়ার করুন

🙍‍♀️🙍🏽👩‍🦲👱‍♀️🚁♟🏏🎾🏸🌃⚽️🐥🧑‍🦼

ঘুমে যদি ঢুলেই আসে নয়ন দুটি—

সাঁঝের ফুল আর কে কুড়োবে মুঠি- মুঠি? 

            ঘুমপাড়ানি মাসি – পিসি

             ওই যে দিয়ে দাঁতের মিশি

ঘুমের কাজল বলিয়ে আসে গুটি গুটি। 

ঘুমিয়ে পড়ে খেলারঘরের পুতুল যত—

দাঁত বাড়ে, আর ঝিঁঝিঁর ছড়া শুনবে কত? 

              চাঁদ যে ঝিমায় আকাশ কোণে

               সন্ধ্যাতারা স্বপ্নন বোনে—

শেষ ছড়া মোর ছড়িয়ে দিলাম নে না লুটি। 

 

( হাসির / আনন্দের ছড়া কবিতা )


শেয়ার করুন

মন্তব্য করুন