চাই যে আমি লিখতে শুধু
যত মিষ্টি ছড়া,
কাজ তাই ছড়া ছন্দের
ব্যাকরণ পড়া!
ছড়া সব ছড়িয়ে থাকে
আমার হৃদয় জুড়ে,
থাকে সকল উপকরণ
কাছে কিংবা দূরে।
দুপুরের তপ্ত রোদে,
আর সকাল সাঁঝে,
আকাশের তারায় তারায়
আছে মেঘের ভাঁজে।
ছড়া থাকে ঝিলের জলে,
বটবৃক্ষ ছায়ে,
ছড়া থাকে ঢাকের তালে,
ইঞ্জিনের নায়ে।
ছড়া থাকে শুকনো পাতায়,
উর্মিমালা দলে,
বাউলের একতারাতে
ছড়ার ছন্দ বলে!
ছড়া থাকে দোল খাওয়া
সোনালি ধানক্ষেতে,
রেলগাড়ির ঝমাঝমে
থাকি ছন্দে মেতে!
নীলভ্রমরের গুঞ্জনে আর
থাকে দূরের গাঁয়ে,
প্রজাপতির রঙিন পাখায়,
খুকুর নূপুর পায়ে।
ছড়া বহে ঝরণা বেয়ে
বৃষ্টি পড়ার ছন্দে,
ছড়া থাকে বাঁশির সুরে,
বকুল ফুলের গন্ধে!
ছড়া থাকে উড়ন্ত মেঘে,
শরতের কাশবনে,
ছড়া থাকে নদীর ঢেউয়ে,
সাগরের গর্জনে।
ছড়া থাকে পাখির ডাকে
আর বইয়ের পাতায়,
ছড়া থাকে ছড়াকারের
ছড়াগানের খাতায়!