জীবনের বাণী
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

অলসতা ভুলে পরিশ্রমকে আঁকড়ে ধরো,

ভুল থেকে শিক্ষা নিয়ে এবার সঠিক করো।

অসৎ পথ ছেড়ে সৎ-এর পথ ধরো,
মিথ্যার জগত ধ্বংস করে সত্যের জগতে বাঁচো।

ফাঁকিকে বরণ করো না তাকে দূরে ঠেলে দাও,
চেষ্টাকে বুকে আগলাও তাকে কাছে ডাকো আরও।

হিংসার পথ ধরো না ওটা পাপীদের পথ,
ত্যাগের পথ ধরো এটা সাধুদের পথ।

অন্যায়কে প্রশ্রয় দিয়ো না যেনো সেটা অপরাধ,
মিথ্যাকে জয় করো না যেনো ওটা ধ্বংসের পথ।

আমার আমার ভুলে গিয়ে মন উন্নত করো,
সবার সবার এই মন নিয়ে বাঁচতে শেখো আরও।

ন্যায় নীতি মেনে চলো সদা কর্মে থাকো মগ্ন,
কখনো নীতিভ্রষ্ট হয়ো না কখনো কর্মকে ফাঁকি দিও না।

গুরুজনদের শ্রদ্ধা করো ভক্তি করো সকলকে,
সকলকে না ভালোবাসলে ভালোবাসার হৃদয়ে ‘তিনি’
জাগবেন কীভাবে?


শেয়ার করুন

মন্তব্য করুন