জীবন তো এটাই
যেখানে সুখের আশায় বসে থেকে ভোগ করতে হয় কেবল দু:খটাই ।
মরা নদীর চোখের জল
তবুও শুকাই না , থেকে যায় সারা জীবনকাল।
জীবন তো এটাই।
যেখানে উষার রঙের মতো স্বপ্নগুলো
অর্ধেকটা দেখেই ভেঙ্গে যায়।
নাছোড় মন মলের মাছি হয়ে
কেবল দু:খের -ই লেহন করে ।
জীবন তো এটাই।
যেখানে নিজের পছন্দকেও হাঁড়িকাঠে
চড়িয়ে বলিটা ও নিজেকেই দিতে হয়।
কিছু আত্মতৃপ্তির ও গর্ভপাত করাতে হয়
কারণ ওটা অবাঞ্ছিত , ওতে তোমার কোনো অধিকার নাই।
জীবন তো এটাই
যেখানে কান্নার গোঙানিকেও সাজানো
হাসিতে বদলাতে হয় ।
কিছু ঘৃণার বমিকেও মাঝে মধ্যেই চাপা দিয়ে
মনের মধ্যেই হয় রাখতে।
জীবন তো এটাই
যেখানে সুখের আশায় বসে থেকে ভোগ করতে হয় কেবল দু:খটাই ।