নদীর সাথে একদিন
ঢেউয়ের সাথে একদিন
হাওয়ার সাথে একদিন
ঘাসের উপর শুয়ে পড়া সেই বিকেল বেলা
নীল আকাশকে দুচোখ ভরে দেখা
সাদা সাদা মেঘ সারা আকাশে জুড়ে থাকে
টুংটাং শব্দ করে সাইকেল গুলো চলছে
বিকেলের আলো ভীষণ ভালো লাগা একটি মুহূর্ত
যেন মাতাল করে রাখে
বড় বড় অট্টালিকা আকাশকে ছুঁয়ে ফেলে
কাঁচের জানালা ঘেরা কফি হাইজে বসে
ঝরা পাতা দেখে সে চুপ করে
মনে ভিতর কোথাও যেন কেউ উঁকি মারে হ্যাঁ আছে বুঝি কেউ সেখানে
কিছুটা হেসে নিয়ে বুঝে সে ভালোবাসে তাকে বুঝি ভালোবাসে
অচেনা অজানা যেমন হোক সে যেখানে
ভালোবাসা এমনিতেই আসে মনে মনে তার জন্য সে কি জানে !
লুকিয়ে লুকিয়ে খোঁজে সে যেখানে পাওয়া যায়
থাক তবে কিছু ভালো লাগা এমনি করে
ট্রেন থেকে দেখা সেই শহরটাকে
ভালো থেকো সেই তুমি যে আমারই ছিলে এই মনে ।
প্রেমে পড়া বারণ আছে সে তুমি নিশ্চয়ই বেশ জানো
উদাস মন কি করব সেটাই বোঝে না
প্রেমে পড়া বারণ কি সেই তোমার আছে !