ভগবান ঠিকই থাকবেন
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

আজ আছি কাল থাকব না

পৃথিবী আজ আছে কাল থাকবে না

সূর্য আজ আছে কাল থাকবে না

আকাশ আজ আছে কাল থাকবে না।

এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনোকিছুই চিরস্থায়ী নয়

যা আজ আছে কাল তা থাকবে না।

বলা যায় এই বিশ্বব্রহ্মাণ্ডটাই আজ আছে তো কাল থাকবে না।

তবে সবকিছু শেষ হয়ে গেলেও

তবুও একজন ঠিকই থাকবেন,

তিনি হলেন —- ভগবান।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

৪/৮/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন