ভাই বোন
কৃষ্ণ কামাল
ভাই ও বোন, দুই প্রাণএক রক্তের এক মানুষএক সুখের এক দুঃখএক প্রেমের এক সুর ভাই হলো বোনের রক্ষাবোন হলো ভাইয়ের অনুরাগভাই হলো বোনের সাথীবোন হলো ভাইয়ের সাহায্য ভাই ও বোন, দুই ফুলএক গাছের এক ছায়াএক রঙের এক গন্ধএক সৌন্দর্যের এক ছবি ভাই হলো বোনের আনন্দবোন হলো ভাইয়ের আশাভাই হলো বোনের বন্ধুবোন হলো ভাইয়ের ভালোবাসা ।।
।।
