মান অভিমান_ তুলোশী চক্রবর্তী
-

শেয়ার করুন

মান অভিমান
তুলোশী চক্রবর্তী

 

বহুদিন হয়নি দেখা
হয়নি কোনো কথা
যখন তুমি ডেকেছিলে
দেইনি আমি দেখা
একটা সময় মনের থেকে
ডাকতে গেলাম তোমায়
তখন তুমি হারিয়ে গেলে
অন্য জালানায়।

 

সবকিছু ভুলে গিয়ে
চলছি যখন বেশ
তুমি এসে বললে প্রিয়
বাড়ল মনে আবেশ।
ঘুম এলোনা মধ্যরাতেও
তবু ছিলাম চুপটি করে
ভাবছি সত্যি কি তুমি এলে
ঠিক আগের মতন করে?

 

কলম ছূড়ে ফেলেছিলাম
ঠিক করেছি লিখবোনা আর
তুমি এসে নাড়লে কড়া
কলম তুলে নিলাম আবার।
আমি বন্ধূহীন সঙ্গহীন
বলবো কাকে মনের কথা
কলমখাতা সঙ্গে নিলাম
ঝগড়া হয়না যেথা।

 

তুমি ফিরবে বলে
আজ মেঘেদেরো মনভার
অশ্রুধারা বিসর্জনে মান অভিমান
ধুলোতে মিশাতে চায় আবার।
এভাবেও ফিরে আসা যায়
ভাবিনিতো একবার তবু
যদি সত্যি ফিরলে
যেতে দিবোনা আর কভু।

 

তবে ,তবে,আর কখনো
চলে যেতে  চাও যদি
যেতে দিবো মনেপ্রানে,
আকড়ে রাখার অধিকারও
হয়নিযে আজো আমার।
বিধাতার খেলাঘরে
আমি পুতুল মাত্র
বিধি ভাঙে গড়ে মন খানি
শুধু দিবারাত্র।


শেয়ার করুন

মন্তব্য করুন