একদিন আমি থাকবো না
তবু তুই থাকবি,
আমার গান করবে লোকে
তোর মুখের দিকে তাকিয়ে।
একদিন আমি অতীত হবো
তবু তুই হবি না,
তুই বর্তমানেও আছিস ভবিষ্যতেও থাকবি
তবু আমি থাকবো না।
একদিন তোকে বলবো না আর দুঃখের কথা
তবু লোকে বলবে,
একদিন তোর চরণে আর জবা দেবো না
তবু লোকে দেবে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/১১/২০২৩