মৃত্যুর পরে আমিও তোমায় ভুলে যাব
তুমিও আমায় ভুলে যাবে।
আমি কোনো কাব্যের কথা বলছি না
ঘোর বাস্তব কথা বলছি।
যতক্ষণ দেহে প্রাণ আছে আমাদের
ততক্ষণ আমি তোমাকে চিনি
তুমি আমাকে চেনো।
কিন্তু আমাদের প্রত্যেকের দু’চোখ চিরদিনের জন্য
বন্ধ হওয়ার সাথে সাথে
আমরা একে অপরকে ভুলে যাব,
মৃত্যুর পরে আর মনে থাকবে না
আগে আমরা কী ছিলাম কী পরিচয় ছিল।
তাই মৃত্যুর আগেই শুধু মনে রাখা
মৃত্যুর পরে সব ভুলে যাওয়া।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩/৪/২০২৪