আজকের এই বিশেষ বসন্তের(৩ই ফাল্গুন, ১৪২৭ সাল)পঞ্চমী শুভদিনে প্রিয় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়(Birendra Chattopadhyay)-এর একটি প্রেমের / ভালোবাসার
বাংলা কবিতা (Bangla Kobita) রাত্রি শিবরাত্রি (Ratri Sibratri)।
ভুবন ভ'রে দিয়েছে আজ
রাঙা কুসুম সমারোহ ;
শিবের কোলে পার্বতী যায়
সারাটি রাত তার বিবাহ।
অনাদরের জটায় জ্বলে
সাপের মাথার মানিক জবা,
পাহাড়ে যায় কন্যারা আজ
বুকের মধ্যে সব সধবা।
সাগরে যায় কন্যারা আজ
বেহুলা যেন বসন খোলে ;
সাপখেলানো আলোর নাচে
মহাদেবের আসন দোলে।
স্বর্গ মর্ত্য পাতালে যায়
কন্যারা আজ জাগরণে
বিভাবরীর চন্দনে যায় ;
তারই আলোক তিন ভবনে।