বিশ্বকর্মা হাতির পিঠে
জগৎ ক’রে আলো
চলে এলেন নিতে পুজো
বেশ ভালো, বেশ ভালো।
শোন বাপু বিশ্বকর্মা
শোন কানটা খুলে,
টিভি আমার সারাও আগে —
যেও না যেন ভুলে।
টিভি খারাপ হয়ে গেছে
হল যে এক সাল,
দেখতে পাইনে মনের মতো
কোনো সিরিয়াল!
ফ্রিজটা আমার হল খারাপ
দিন পনেরো-ষোলো,
খাবার দাবার মাছ সবজি
কোথায় রাখি বলো?
তাইতো তোমায় বলছি বাপু
ফ্রিজটাও সারিও,
তারপরেতে যত খুশি
পুজো তুমি নিও।
এসি মেশিন বিগড়েছে আজ
হল যে এক মাস,
দিনরাত এই গরমে তাই
করছি যে হাঁসফাঁস।
তোমরা না হয় স্বর্গে থাকো
গরম লাগে নাকো,
মর্ত্যধামের কী অবস্থা
খবর কি আর রাখো?
তাইতো আগে সারাও আমার
ফ্রিজ টিভি আর এসি,
তবেই পুজোয় দেবো তোমায়
মন্ডা বেশি বেশি।