যে মাটির বুকে জন্ম আমার
যে মাটি আমার প্রাণ,
যে মাটির ধূলি অঙ্গে মেখেছি
কী করে ভুলি সে ঘ্রাণ?
যেখানে অসীম সবুজের ঢেউ
যেখানে শীতল-ছায়া,
যেখানে ফলে সে সোনার ফসল
কী করে ভুলি সে মায়া?
যেখানে পাহাড়ি ঝরনাপ্রবাহ
যেখানে পাখির সুর,
যেখানে নদীর ললিত-লহরী
কী করে থাকবো দূর?
যেখানে মাঝির ভাটিয়ালি গান
যেখানে পুষ্প-মেলা,
যেখানে আমার শৈশব-স্মৃতি
কীভাবে করি তা হেলা?
যেখানে সকলে ধর্ম-বর্ণ
মিলেমিশে আছি বেশ,
যেখানে আমরা বাঙালি সবাই
সবার বাংলাদেশ।