কবি স্বপনকুমার রায় (Swapankumar Roy) -এর একটি হাসির ছড়া বাংলা কবিতা (Bangla Kobita) হস্তির দোস্তি (Hastir Dosti)।
জলের থেকে চকচকে সেই
উঠল জলহস্তি,
বলল হেসে, করব আমি
সিংহের সাথে দোস্তি।
গোঁফ ফুলিয়ে বলল সিংহ
দোস্তিতে সে রাজি,
কিন্তু আগে খাও তো দেখি
পাঁচ বার ডিগবাজী।
জলহস্তি ডিগবাজী খায়
বাঁদর বাজায় তালি,
তাই না দেখে খেঁকশিয়ালী
হাসতে থাকে খালি।