অচেনা
- পার্থ বসু

শেয়ার করুন

কতশত চেনা মুখ, তবে সত্যিই কি চেনা ?,
মনের গহীন থেকে কাকে যায় জানা?? ।
প্রিয় সেও যে প্রিয় নয় ফুরালে সময়,,
মুখোশের আড়ালে যে মুখ ঢাকা রয়।
কেন আজ অচেনা সবে, হাজার চেনার ভিড়ে,,
আজ চেনা চেনা তবু যেন চেনা নয় এ হৃদয়ের নীড়ে।
এ হৃদয় উজাড় করে দিয়েছি গো যারে,
কখনো ছিলো না সে মোর, বুঝিনি তো তারে।
এতো কাছে থেকে তবু তারে গেলো না তো চেনা,
চেনা মুখের মুখোশের আড়ালে সে যে কতো অচেনা,,,


শেয়ার করুন

মন্তব্য করুন