অধ্যায়
- ভাস্কর পাল

শেয়ার করুন

অধ্যায়

 

জীবনের এই ছোট্ট সময় বিভাজিত খন্ডে খন্ডে

সময়ের শেষ হয় নতুন নতুন অধ্যায়ের সূচনাতে।

 

বয়ে যায় কত ঋতু বছর হতে বছরের তরে,

যেমন আঁধার নেমে আসে মেঘলা বৈকালে।

 

সূচনাতে কেবল চোখে পড়ে সরলতার সূক্ষ্মতা

গভীরে নিমজ্জিত হলে বোঝা যায় জটিলতার গাঢ়ত্বটা।

 

এই ভাবেই কাটে এক অধ্যায় শুরু হয় নতুন

সমাপ্তির শেষে মেলে অজানা কত শত জ্ঞান।

 

সময় যে এক ছোট্ট শব্দ, মুহূর্তটাও অল্প

কাটিয়া যায় নিমিষেরও তরে সবই হয় স্তব্ধ।

 

সময়টা কি সত্যিই কোনো গাঢ়ত্ব তৈরি করে!

সময়টা তো হিসেব মাত্র, সময়ের সাথে সবই ভ্রান্ত।।

 

তুমি-আমি সূক্ষ্ম বড্ডো জীবনটা যে মস্ত বড়ো

স্বপ্নরা সব এলো পাথারি বাস্তবতা না খোঁজাই ভালো।

 

শেষ হয় এক খন্ড নতুন খন্ডের সূচনার তরে

বয়ে যাওয়া সময় কেবল স্মৃতি রূপে আখ্যা করে।

 

জীবনটা তো কয়েকটা অধ্যায়ে বিভাজিত কেবল

হঠাৎ করেই সূচনা হয় কিংবা হঠাৎ করেই উপসংহার।

 

নিজের সাথেই লড়াই করে কাটছে সময় কাটছে দিন

জীবনের সকল উদ্দেশ্যই যেন হঠাৎ করেই ভূমিকা হীন।।


শেয়ার করুন

মন্তব্য করুন