অনুরোধ
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

আমাকে ভালো বলতে গিয়ে

তুমি নিজে আর ভালো থাকলে না,

হয়ে গেলে পোড়া দেশলাই কাঠির মতো।

আমাকে ভালোবাসতে গিয়ে

তুমি নিজে উবে গেলে কর্পূরের মতো।

তাই ভালোর জন্যই বলছি-

আবার ফিরে আসবে।

এবার মন দাও ইঁট কাঠ পাথরে, 

ভালোবাসো ওদের প্রাণ ভরে,

বুকে আগলে রাখো সারাক্ষণ।

দেখবে, তুমি হারিয়ে যাবেনা,

শুধু রক্ত ঝরবে শরীর থেকে।

 

৪জুন,২০২৩, দুপুর ৩টে, বারুইপুর 

 


শেয়ার করুন

মন্তব্য করুন