অভাব
- ভাস্কর পাল

শেয়ার করুন

অভাব

 

ভাতের থালায় কান্না ঝরে

ফেনা ভাতেও নুন নাই যে-

অভাবের চিহ্ন হাতড়ে মারে

উদ্বাস্তুদের মনের ঘরে।

 

কত আছে ধ্বনি মানব

তিনবেলা খাবার নষ্ট করে-

অপর দিকে এমনও আছে

একবেলা পায় না, পেট পুড়ে খেতে।

 

তাদের নিয়ে উপবাস চলে

করুনার খাতায় ছবিও তোলে-

তবুও তাদের দয়া করে

একটি বারও দেয় না খেতে।

 

তাদের নাকি গরিব বলে

ভাত জোটে না তাদের কপালে-

জোটার মধ্যে জোটে শুধুই অত্যাচার।

অভাবের খাতায় তারাও নাকি মানুষ আবার

তাদেরও আছে একটা পরিবার

আছে স্বপ্ন হাজার হাজার।।

 

কারোর আবার অভাব মনের

স্বার্থপর রূপে তাদের চেনে-

হিংসা – ঈর্ষায় ভরা তারা

তাদের অভাব ভালোবাসার।


শেয়ার করুন

মন্তব্য করুন