আকাশের বুক থেকে কে না জানি একদলা মাংস খুবলে নিয়েছে
কী বীভৎস লাগছে দেখতে!
ক্ষত স্থান থেকে অজ্ঞাত অদৃশ্য তরল একনাগাড়ে ঝরছে
যা শুধু অনুভব করা যায়,
সেই যন্ত্রনায় সূর্য উঠছে না,
সে স্থান সারিয়ে তুলবে এমন চিকিৎসক আমার জানা নেই
তাই, রাত্রির বিদায় নেই, আঁধার কাটবে না আর।
১৯জুন,২০২৩,সকাল ৭টা, বারুইপুর