অমর সত্য
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

জানি না কেন আমি তোমার দিকে
        এত তাকিয়ে থাকি
        শুধু তাকিয়ে থাকি,
সেই তাকানোর কোনো শেষ নেই
        কোনো শেষ নেই!
যেন পৃথিবীর জন্মের সময় থেকে
তোমায় দেখে যাচ্ছি,
তোমার এই অপরূপ সৌন্দর্য যে কত রহস্যময় তা বুঝি-
যার সমাধান করতে স্বয়ং ঈশ্বর ব্যর্থ!
সেখানে নামী-দামী গোয়ান্দারা কি করবে?
তবে এইটুকু জানি-
কেবল আমি আর তুমি এই বিশ্বে অমর থাকব।
তোমার রূপ কোনোদিন মলিন হবে না,
আমার তোমার দিকে তাকানো কোনোদিন শেষ হবে না!

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২/০৭/২০২৩


শেয়ার করুন

মন্তব্য করুন