এই কাজটা কাল করবো,
মিছে সব ভাব ধরবো,
যাই হই হয়ে যাক,
নেই কোনো ছটফট,
করা যাবে না চোটপাট।
এই অলসতা থাকবেই,
কাল বলা লাগবেই,
আমার হবে না ইচ্ছা,
বানাবো নতুন কিচ্ছা।
এত কথা কেন বলো,
কাল পরে আছে যে,
আজ যদি করে ফেলি,
ভাব টা কাল ধরবে কে?
এই ভাব বাহানা,
কিছু বলা যাবে না,
আমি যা বলবো,
সেই মতো চলবো।
যদি বলো বেশি কথা,
কান টেনে ধরবো,
অলসতা নিয়ে তবে,
ঘুমের সাথে লড়বো।
আলস্য কেটে যাবে,
পায়ে পারা যখন খাবে,
আজ-কাল করলে,
মাটি চাপা পরলে,
মিটে যাবে সব ঘুম,
টনক নড়লে।