অসহায় মানুষ
- সুব্রত হুই

শেয়ার করুন

মানুষের ব্যথা আমি পেয়ে গেছি
পৃথিবীর পথে এসে
জানতে চাইছি তাদের কথা
যারা রাত্রি দিন দু বেলা পাইনা খেতে

পরে থাকা কোনো স্টেশন চত্বরে
চাদর জড়ানো মর্মান্তর বারে
দাড়িয়ে দেখো তাদের পাশে
মন খুশি হবে আনাহেসে

লড়তে থাকি আমি পেরিয়ে ভয়
ভালোবাসা দিয়ে আমরা করবো জয়

টাকা থাকলেই যাই কি চেনা
অন্তর বিহীন মনের আসা
পুড়ে যাবে তোমার দেহ
বলছে কোনো মাঠের চাষা

হেঁটে চলো তোমার পথে
সম্পর্ক বদলে দিয়ে
যেটা হবার সেটাই হবে
আমি না হয় থাকবো শেষে

লড়তে থাকি আমি পেরিয়ে ভয়
ভালোবাসা দিয়ে আমরা করবো জয়।।


শেয়ার করুন

মন্তব্য করুন