আঁকবো আমি (Akbo Ami)
- সলিল মিত্র (Salil Mitra)

শেয়ার করুন

পাখি পাখি পাখি—

একটুখানি বোস্ না রে তুই, 

         তোর ছবিটা আঁকি! 

তুল্ তুলে ঐ শরীর খানা

       পালক দিয়ে ঢাকা—

তেলচে নরম ঐ পালকে

        সোনার আলো মাখা! 

কাজল-কালো চোখ দু’টি, আর

           লালচে মতন পা—

নড়িসনেকো, একটু দাঁড়া

           আসছে রে তোর মা! 

মা এসে যেই বসবে কাছে

        একটা তুলির টানে

সেই ছবিটাই আঁকবো আমি

          তক্ষুনি এইখানে।। 


শেয়ার করুন

মন্তব্য করুন