আইকম বাইকম
- সুখেন্দু মজুমদার

শেয়ার করুন

আজকের কবিতাটি কবি  সুখেন্দু মজুমদার -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা আইকম বাইকম

আইকম বাইকম পাইকম তাই
কতদিন খাইনি যে পাকা জলপাই। 

তাকাদুম আঁকাদুম কি মজার খেল
আজকাল খায় কেউ পাকা কতবেল। 

বাবলা ফলসা আর আঁশফল নোনা
কোথায় থাকিস তোরা ফুলিয়া না কোনা। 

কতদূর শুনি সেটা কি কি পাওয়া যায়
লোকজন চলে বুঝি অটোরিকসায়। 

উলুকুট ঢুলুকুট খট্ খট্ কার
বন বন ছুটে চলে কেবেলের তার। 

আইকম বাইকম চাই কম ক্ষীর
চলতো চ্যানেল দেখি ডিসকভারির।

শেয়ার করুন

মন্তব্য করুন