আগুন
- সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

আজকের কবিতাটি কবি  সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা আগুন

আগুন থেকে ছড়িয়ে যাচ্ছে স্বেচ্ছাচারী হাওয়া
হাওয়া ওরায় নীল দিগন্তে তারায় ভরা চিঠি, 
চিঠি ভাসে নৌকো হয়ে জোয়ার ডাকা জলে
জলে তখন নির্জনতা হাসছে মিটি মিটি। 

আগুন দিয়ে আগুন জ্বালায় এটাই আদি প্রথা
প্রথাভাঙা ডোরাকাটা ইচ্ছেগুলো অধীর, 
অধীর স্রোতে গাও ভেসে যায় ভাটিয়ালি গানে
গান শোনবার মানুষগুলো সবাই নাকি বধির। 

জলে যদি আগুন লাগে ছিন্ন আঁচল ঢাকে
ঢাকে কাঠি বাজিয়ে দেয় শাল পিয়ালের বন, 
বন মেতে রয় মহুয়া নেশায় জোছনা উধাও রাতে
রাতে হঠাৎ ফিসফিসিয়ে মনকে ডাকে মন। 

আগুন তখন গরীব সীমার নিচে সোপান গড়ে
গড়ে আবার ভাঙতে থাকে এমন আপনভোলা, 
ভোল কি আর এতই সোজা শহর ঢাকা সেতু
সেতুর মাথায় আগুন ঢালা সূর্য ছবি তোলা।

শেয়ার করুন

মন্তব্য করুন