আত্মসমর্পণ
তুলোশী চক্রবর্তী
হে বিশ্বপিত তোমার ভাবনায়
আমার নতুন দিন হোক উদয়
জন্ম চাইনা আর এই ভুধরে
ভব সংসার যে ঘোর যাতনাময়।
কষ্ট শোক ভোগ চাইনাযে আর
দয়াময় জনার্দন করো মোরে উদ্ধার।
হরি তোমার চারটি বাহু তুমি হে অনন্ত,
ক্ষমা করো যত পাপ করেছি ভূল বশত।
মুক্তি ভিন্ন কোন ইচ্ছা হৃদয়ে নেইযে আমার,
কুপথ হতে রক্ষা করো কহি হে বার বার।
দেহকে আশ্রয় করে আত্মা যাওয়াআসা করে
জানি কর্মফল ভোগ হেতু এই দেহ ধরে।
আত্মার রুপ নেই দেহ নেই ,নেই যে ক্ষয়
শুভ আত্মা তোমাতে মিশে হয় যে অক্ষয়
পাপকারি তার সাজা ভোগে যে কত
পুরানেতে আছে লেখা সব অবিরত,
অংশ রুপে তুমি থাকো সবার মাঝারে
আমিও তবে ব্রহ্ম রুপে আছি চরাচরে
যা কিছু দেখা যায় সব তোমারি সৃজন
হে কেশব, তব চরণে করেছি আত্মসমর্পণ।