আদিম
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

ছাই রাঙা আকাশে সাদা চাঁদটা উঠেছে,

পৃথিবীর জন্মকালের আদিম ভয়াবহ রূপকে যেন মেলে ধরেছে।

কত আর্তনাদ বাঁচার গগনভেদী চিৎকার রক্তমাখা অধ্যায়ে ভরা সে,

প্রাণ ছিল বসন্তের পাতাঝরা অধ্যায়ের মতো।

প্রকৃতির ক্ষুধার্ত চাহনি ছিল-

সাক্ষাৎ খুনী যে।

 

২জুন,২০২৩,বিকাল সাড়ে পাঁচটা, বারুইপুর

 


শেয়ার করুন

মন্তব্য করুন