হে ভগবান, আমায় আকাশ ক’রে দাও!
আকাশ অর্ণবের চেয়ে বড়
আকাশ ধরণীর চেয়ে বড়
আকাশ ভাস্করের চেয়ে বড়
আকাশ সৌরমণ্ডলের চেয়ে বড়
আকাশ মানুষের চেয়ে বড়
আকাশ তটিনীর চেয়ে বড়
তাই আমি আকাশ হতে চাই।
যে আকাশ সূর্য-চন্দ্র-তারাদের চেয়ে বড়
আমি তো সেই আকাশই হতে চাই।
কিন্তু নিজে কীভাবে আকাশ হবো?
আমার কি সেই ক্ষমতা আছে?
তাই হে ভগবান, আমায় আকাশ ক’রে দাও!
— অর্ঘ্যদীপ চক্রবর্তী