আমি আকাশকে বুকে রেখেছি।
আমার তাই ইচ্ছা নেই যে,ওর মেঘগুলো আমার বুকে থাকুক।
আমি সূর্যকে বুকে রেখেছি।
আমার তাই ইচ্ছা নেই যে,কোনো আগুন আমার বুকে থাকুক।
আমি চাঁদকে বুকে রেখেছি।
আমার তাই ইচ্ছা নেই যে,কোনো কলঙ্ক আমার বুকে থাকুক।
আমি সাগরকে বুকে রেখেছি।
আমার তাই ইচ্ছা নেই যে,কোনো নামিদামি মণিমুক্তা আমার বুকে থাকুক।
আমি ঈশ্বরকে বুকে রেখেছি।
আমার তাই ইচ্ছা নেই যে,কোনো পূজা, আরাধনা আমার বুকে থাকুক।
আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে বুকে রেখেছি।
আমার তাই ইচ্ছা নেই যে,আর বাকি কোনো কিছু আমার বুকে থাকুক।
— কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা
২২শে অক্টোবর,সকাল