আমার আশা
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

কখনও কখনও তোমাকে দেখি রাতের আকাশে- একটি তারা হয়ে জ্বলতে,

ভুলে যাই তখন তোমার অস্তিত্ব আমারই চারপাশে।

তখন আমি তোমায় দেখি এ হাহাকার বুক নিয়ে,

তোমায় খুব কাছে পেতে চাই- কিন্তু পাইনা।

ভুলে যাই তখন যে তুমি নেই আর আমার জীবনে,

তাই তো তখন মনে আসে কত বিরহের কাব্য কথা তোমায় দেখে দেখে।

  1. এ বুকে বড় জ্বালা ওঠে- চিরে যেন বেরোতে চায় ভিতরের রক্ত,

আমার দুঃখের ভাষা আমার কবিতাও মেটাতে পারেনা যেন হায়!

ঐ তারায় আছ তুমি, শুধু মিটিমিটি করে জ্বলো আমার দিকে তাকিয়ে-

তোমার ঐটুকু তাকানোতেই আমার পিপাসার্ত আমিটা যেন সাগর সমান শান্তি পায়।

তোমায় দেখতে দেখতে ভাবি কবে আমি হব শেষ, কবে আমার ব্যথিত আত্মা মুক্তি পাবে।

তারপর ভাবি, এ জীবন শেষ হয়ে নতুন যে জীবন হবে আমার-

তখনও নিশ্চয় তোমায় পাবো আমি।

আশা রাখি- এমনভাবে বেঁধে রাখবো তখন তোমায় আমার দুই বাহুর বন্ধনে যে, 

স্বয়ং ঈশ্বর কোনো শক্তি দিয়েই আর কেড়ে নিতে পারবে না তোমাকে আমার থেকে।


শেয়ার করুন

মন্তব্য করুন