আমার গ্রাম ~পার্থ বসু
-

শেয়ার করুন

আমার সোনার ছোট্ট গ্রাম

ইছামতির পাড়ে,,
সেথা সবুজ তরু শাখার ফাঁকে
রবির কিরণ পড়ে।

সেথা পবন এসে ধানের শীষে
দোলা দিয়ে যায়,,
নীরব রাতে নদীর মাঝে
মাঝি তরী বায়।

সেথা শ্রাবণ মাসে বাদল আসে
আকাশ মেঘে ঢাকা,,
সেথা বৃষ্টি শেষে ঐ আকাশে
রাম ধনু যায় দেখা।

সবুজ ঘেরা আমার গ্রাম
আকাশ সেথা নীল,,
সেথায় আছে শালুক ফোটা
একটি ছোটো বিল।

সেথা শরৎ কালে শিউলি ফোটে
ফোটে যে কাশফুল,,
সেথা আপন মনে ছোট্ট শিশু
গায়ে মাখে ধুল।

সেথা সবুজ ঘাসে ভরা মাঠে
বালক খেলা করে,
সন্ধ্যা হলেই সবাই ফেরে
আপন আপন ঘরে,,
সেইখানে তে ই আমার গ্রাম  
ইছামতির পাড়ে।


শেয়ার করুন

মন্তব্য করুন