আমার ছেলের জন্য
- মঞ্জুষ দাশগুপ্ত

শেয়ার করুন

আজকের কবিতাটি বিখ্যাত কবি মঞ্জুষ দাশগুপ্ত-এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা আমার ছেলের জন্য

তোমার খেলার জন্য মাঠ নেই কোনো
যে মাঠে ত্র্যাদ্দিন তোমরা ছুটোছুটি করছ সকলে
সেখানে বাসের ডিপো, ডিজেলের পোড়া গন্ধ ভাসে
খেলা ছেড়ে, এখন রোয়াকে বসে আড্ডা দাও,শোনো 
তোমার জন্যে কি আছে ঠিক গ্ৰন্থাগার..... 
বই আনতে গেলে দেখবে সমস্ত র‍্যাকের ফাঁকে ফাঁকে
অজস্র সাপের বাচ্চা কিলবিল করে, শিস দ্যায়
অতএব পড়া ছেড়ে চায়ের দোকানে এসে বলো। 
এখন তোমার জন্য চালু নেই,ডাল নেই
রঙ নেই.... হলুদ বেগুনি লাল অথবা গোলাপী
এখন তোমার জন্যে ঘর নেই, পবিত্র মৃত্তিকা
সার খায়,জল খায় ভবিষ্যের সবুজ বিপ্লবে। 
সব ফেলে দিয়ে এসো খানিকক্ষণ বুকের বাঁদিকে কিছু 
                           গল্প রূপকথা শোনো, 
তোমার সুযোগ্য চাঁদ দুধের সাগরে ডুবে আছে
আগামী সকালে পাবে ক্ষীরের লুচির মত তাকে। 

শেয়ার করুন

মন্তব্য করুন