আমার পোষ্য_তুলোশী চক্রবর্তী
-

শেয়ার করুন

আমার পোষ্য

তুলোশী চক্রবর্তী

 

সকাল বেলা উঠে আমি

 হাতে রাখি একমুঠো ডাল যব

শালিক বাবুই ঘুঘুপাখি

ঘুম ভেঙ্গে উড়ে চলে আসে সব।

 

দুপুর বেলা বসলে খেতে

বিড়াল পুষি আড়িপাতে

অন্য সময় খাবে না যে

খাবে বসে একসাথেতে।

 

উঠোনের এক কোনে

 কুক্কু মশাই নিত্য বসে থাকেন

খাবার না দেখলে উনি

ঘেউ ঘেউয়ে কাঁদেন।

 

বিকেল বেলার বিশ্রামেতে

আমার সঙ্গী এরাই

নিজের হাতে খাইয়ে দেই

এদের সাথেই বেড়াই।

 

পাষন্ড নয় যে এরা

সুখ দুঃখ  বোঝে

আমায় না দেখলে ওরা

কিচিরমিচির ডেকে খোঁজে।

 

মনে এরা আনন্দ জাগায়

বকলে এদের চুপ করে যায়,

নাচে ইশি নাচে পুষি

আমায় পেয়ে এরা খুশী।


শেয়ার করুন

মন্তব্য করুন