আকাশের বুকেও ঘটে চলে
কত আলোছায়ার খেলা আর মেঘেদের ভালোবাসা।
কিন্তু আমার বুকটা ঐ অভিশপ্ত মরুভূমির মতো
যা স্বর্গভূমি বালি আর কাঁটা গাছের।
যদিও এ স্বর্গভূমি পাপের।
এখানে প্রেম বিলাতে আসবে কে?
শাপের ফলেই থেকে যাবে একেবারে-
আর যাবে না ফিরে।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬ই মে,২০২৩, সকাল ৭টা, বারুইপুর