আমি এমনই
-

শেয়ার করুন

তুমি আমায় মনে মনে হত্যা করে যদি সুখে থাকতে পারো তাতে আমার দুঃখ নেই,

শুধু জেনে রেখো তোমার সুখে থাকাতে আমি মহাসুখে থাকবো।

 

তুমি আমায় ভুলে গিয়ে যদি আনন্দে থাকতে পারো তাতে আমার খারাপ লাগবে না,

শুধু জেনে রেখো তোমার আনন্দে থাকাতে আমি মহানন্দে থাকবো।

 

তুমি আমায় ভুল বুঝে যদি ভালো থাকতে পারো তাতে আমার ক্ষতি নেই,

শুধু জেনে রেখো তোমার ভালো থাকাতে আমি আরও ভালো থাকবো।

 

তুমি আমার সাথে তোমার সম্পর্ক শেষ করে যদি শান্তিতে থাকতে পারো 

তাতে আমার মন ভেঙে যাবে না,

শুধু জেনে রেখো নতুন যার সাথে সম্পর্ক গড়বে সেই সম্পর্ক যাতে চিরকাল স্থায়ী হয় সেই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে ক’রবো।

 

আমি এমনই

হ্যাঁ আমি এমনই।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

১১/২/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন