আমি কে!
- ভাস্কর পাল

শেয়ার করুন

আমি কে!

 

আমি শুনেছি নিশি রাতের সেই কান্না-

আমি দেখেছি পথের ধারে পরে থাকা,

উদ্বাস্তুদের রান্না।।

একবিংশে দাঁড়িয়ে দেখেছি কত দুর্নীতি

দেখেছি মনের গোপনে খুন হয়ে যাওয়া কত স্মৃতি।

দিগন্তের নীল গগনে ভাসতে দেখেছি কত মুখ-

হারিয়ে ফেলেছি ক্ষনিকের পাওয়া কত বা সুখ।।

 

আমি কে!

এ জগতের বুকে সামান্য ধূলি-

নিশ্চুপে কত প্রতিবাদের শব্দ বুনি,

কত চিত্র দেখি চোখের আড়ালে

অগ্নি বর্ষণ আনি বুকের পাঁজরে।

আমি উন্মাদ -আমি শুন্য

আমি মানুষের বর্মে ছিন্ন ভিন্ন।

আমি তপ্ত, আমি সুপ্ত…

আমি অগ্ন্যুৎপাত লাভার মতো গলিত।

 

আমি কে! আমি তুচ্ছ,

আমি কিছু শব্দের গুচ্ছ।

আমি নেশা গ্রস্ত রক্ত – মাংসের খন্ড-

মনের গভীরে লুকিয়ে কিছু ভালোবাসার শব্দ।

আমি কলঙ্ক আনি নিজের মুখে

আমি মানুষের মাঝে অমানুষের মুখোশে।

আমি লুকিয়ে আছি কলমের নিপে-

আমি সকলের আড়ালে আগন্তুকের বেশে।

আমি পরে থাকা কাগজের পাতাতে

শত শব্দের মাঝে তোমাদের ভাষাতে।

ফেলে আসা অতীতের বেদনা আমি-

ভবিষ্যতের চেতনা বার্তা আমি।

কে!! আমি কে?

 


শেয়ার করুন

মন্তব্য করুন