আমি চাইলেই
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

আমি চাইলেই তোমায় ভালোবাসতে পারি

কিন্তু বাসছি না,

কারণ, এখনও আমার যাবার সময় আসেনি।

 

আমি চাইলেই তোমাকে একটা গোলাপ দিতে পারি

আমার মন যথেষ্ট বড়ো,

কিন্তু, কোনো গোলাপই যে ফোটেনি।

 

আমি চাইলেই তোমার জন্য কবিতা লিখতে পারি

আমার দিস্তা দিস্তা খাতা বাকি পড়ে আছে, লেখা হয়নি,

কিন্তু, আমার কলম চাইছে না একদম।

 

আমি চাইলেই তোমাকে স্বপনে দেখতে পারি,

কিন্তু, আমার ঘুম সাবধান হয়ে আছে এ বিষয়ে,

আমি কী করব?

 

আমি চাইলেই তোমাকে একটা দশ তলা ফ্ল্যাট গিফট্

করতে পারি

আমার অর্থ নেহাৎ কম নয় জেনে রেখো,

কিন্তু, শুনলাম কোনো ফ্ল্যাট মালিক নাকি আর বেঁচে নেই।

 

আমি চাইলেই তোমাকে পৃথিবীর রানী করতে পারি

কারণ, পৃথিবী আমার দাস,

কিন্তু, কোথায় তোমার রাজপ্রাসাদ বানাব এমন স্থান আমি খুঁজে পাইনি।

 

আমি চাইলেই, তুমি দেখবে বলে রবীন্দ্রনাথ সুকান্ত সত্যজিৎদের পৃথিবীতে নিয়ে আসতে পারি প্ল্যানচেট করে, 

জেনো আমার অসীম সাহস,

কিন্তু, তুমি তো এসবে বিশ্বাস করো না‌‌।

 

আমি চাইলেই তোমাকে বিয়ে করতে পারি

সে ক্ষমতা আমার কাছে,

কিন্তু, সিঁদুরের সব কারখানা হঠাৎ বন্ধ হয়ে গেছে।

 

আমি চাইলেই তোমার সাথে সংসার করতে পারি

আমার দশ বিশটা কাজের মেয়ে রান্নার লোক আছে ,

কিন্তু বিয়েটাই যে এখনও হয়নি।

 

আমি চাইলেই তোমার আমার আগামী জীবনের জন্মস্থান ঠিক করতে পারি,

কিন্তু, তা হলে ঈশ্বর রাগ করবেন‌।

আমি কী করব?


শেয়ার করুন

মন্তব্য করুন